জাকির হোসেন ও কবির আহম্মদ

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন জাকির হোসেন চৌধুরি ও ড. মো. কবির আহম্মদ। তারা দুজনই কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত। 

রোববার (৮ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে উপসচিব আফছানা বিলকিসের সই করা এক প্রজ্ঞাপনে তা‌দের নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন চৌধুরি এবং ড. মো. কবির আহাম্মদকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে তাদের যোগদানের তারিখ থেকে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে টানা ১৬ বছরের আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে। সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা ন‌জির‌বিহীন আন্দোলন ক‌রে ডেপুটি গভর্নরসহ সব চুক্তিভিত্তিক কর্মকর্তাদের পদত্যাগে বাধ্য করেন। পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সরকারের পরামর্শে পদত্যাগপত্র জমা দেন ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও মো. খুরশীদ আলম। তাদের শূন্য পদে নতুন দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে। আগের মতো জ্যেষ্ঠতার ভিত্তিতে তারা নিয়োগ পেয়েছেন। 

একই সময়ে পদত্যাগ করেন উপদেষ্টা আবু ফরাহ মো. নাসের ও আর্থিক গ‌য়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মাসুদ বিশ্বাস। তাদের পদ এখনো শূন্য।

এসআই/জেডএস