গ্রিডে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু করেছে তিতাস-১৪
বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেডের (বিজিএফসিএল) তিতাস গ্যাস ফিল্ডের ১৪ নং কূপের ওয়ার্কওভার শেষে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা শুরু হয়েছে।
শনিবার (২৫ মে) এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
আজ বিকেল ৪টায় তিতাস-১৪ নং কূপ থেকে পরীক্ষামূলকভাবে ১২ মিলিয়ন ঘনফুট হারে জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ শুরু করা হয়।
আরও পড়ুন
উল্লেখ্য, বাপেক্স তাদের বিজয়-১১ রিগ ব্যবহার করে গত ১৯ মার্চ ওয়ার্কওভার কাজ শুরু করে, যা ২১ মে শেষ হয়। কূপটি থেকে মোট ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব হবে আশা করা যাচ্ছে। তিতাস কূপ নং-১৪ থেকে দৈনিক ১০ থেকে ১২ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উত্তোলন করলে আনুমানিক ১০ বছর কূপটি থেকে গ্যাস উৎপাদন করা যাবে। ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাসের বর্তমান বাজার মূল্য (প্রতি ঘনমিটার গ্যাসের গ্রাহকপ্রান্তে ওয়েটেড গড় মূল্য ২২.৮৭ টাকা হিসেবে) ২ হাজার ৫৯০ কোটি টাকা। তিতাস কূপ নং-১৪ ওয়ার্কওভার সম্পূর্ণরূপে সম্পন্ন করতে ব্যয় হয়েছে ৭৫ কোটি টাকা।
ওএফএ/এমএসএ