এনবিআরের অভিযান
নর্থ সাউথসহ ৩ বিশ্ববিদ্যালয়ের এফডিআর ভেঙে ১৪৮ কোটি টাকা আদায়
পাওনা আয়কর আদায়ে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) নামে ব্যাংকে থাকা ১২৫ কোটি টাকার এফডিআর ভাঙতে বাধ্য করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শুধু নর্থ সাউথ নয়, বকেয়া কর আদায়ে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে প্রায় ১৩ কোটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে প্রায় ১০ কোটিসহ একদিনে প্রায় ১৪৮ কোটি টাকা কর আদায় করা হয়েছে।
এনবিআরের ইতিহাসে এবার প্রথম সরাসরি এফডিআর ভেঙে কোনো বিশ্ববিদ্যালয়ের পাওনা কর আদায় করলো এনবিআরের কর বিভাগ। এনবিআরের ঊর্ধ্বতন একটি সূত্র ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এনবিআর সূত্র বলছে, বৃহস্পতিবার তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়কর আদায়ের উদ্যোগ নেয় কর অঞ্চল-১১। এর মধ্যে রয়েছে-নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। টিমের নেতৃত্বে দেন কর অঞ্চল-১১ এর উপ-কর কমিশনার মো. রকিবুল হাফিজ ও উপ-কর কমিশনার মো. জহিরুল ইসলাম। অপর সদস্যরা হলেন- কর পরিদর্শক মো. সামিউল আলম, আবদুস সালাম ও বরুণ কুমার সাহা।
কর কর্মকর্তারা প্রথমে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের বসুন্ধরা শাখায় যান। এই শাখায় নর্থ সাউথ ইউনিভার্সিটির ব্যাংক হিসাব পরিচালনা করা হয়। এই শাখায় থাকা এফডিআর ভেঙে কর হিসাবে ১২৫ কোটি ৬৯ লাখ ৪৩ হাজার ২৭০ টাকার পে-অর্ডার নেওয়া হয়েছে।
অপরদিকে একই ব্যাংকের একই শাখা থেকে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বকেয়া করের ৮ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ৬৬ টাকার পে-অর্ডার নেওয়া হয়। একই বিশ্ববিদ্যালয়ের বকেয়া করের ৪ কোটি ৩২ লাখ ৪৯ হাজার ৫৫৫ টাকা ঢাকা ব্যাংক বারিধারা শাখা থেকে নেওয়া হয়েছে। আর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বকেয়া করের প্রায় ১০ কোটি টাকা ব্যাংক এশিয়া মেরুল বাড্ডা শাখা থেকে পে-অর্ডার নেওয়া হয়েছে।
এ বিষয়ে এনবিআরের আয়কর বিভাগের একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা সম্প্রতি উচ্চ আদালতে হেরে যায়। যার ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কর আদায়ে আর কোনো বাধা ছিল না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব বকেয়া কর আদায়ে কর অঞ্চল-১১ এর কমিশনারকে নির্দেশ দেন এনবিআর চেয়ারম্যান। এরপর বকেয়া কর আদায়ে উদ্যোগ নেওয়া হয়। একাধিকবার চিঠি দেওয়া, তাগাদা দেওয়ার পরও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কর পরিশোধে গড়িমসি শুরু করে।
সূত্র জানায়, কর আদায়ে ২৮টির বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যাংক হিসাব জব্দ করা হয়। ব্যাংক হিসাব জব্দ করার পর ১০টি বিশ্ববিদ্যালয় প্রায় ৩৩ কোটি টাকা পরিশোধ করেন। তবে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় বকেয়া কর পরিশোধে গড়িমসি শুরু করে। এর মধ্যে প্রথমে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ের কাছে আয়কর বকেয়া প্রায় ১৮০ কোটি ৫১ লাখ টাকা। এই কর পরিশোধে চিঠি দেওয়া হলেও প্রতিষ্ঠান কর পরিশোধে অনীহা প্রকাশ করে। এই বিশ্ববিদ্যালয়ের ব্যাংক হিসাব পরিচালনা করে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের বসুন্ধরা শাখা। পরে আয়কর আইন অনুযায়ী বকেয়া করের টাকা এই হিসাব থেকে পরিশোধ করতে ব্যবস্থাপনা পরিচালক ও শাখা ব্যবস্থাপককে চিঠি দেওয়া হয়। কিন্তু তারা টাকা পরিশোধ করতে রাজি হয়নি। এর মধ্যে কর অফিস জানতে পারে যে এই শাখায় বিপুল পরিমাণ টাকা নর্থ সাউথ ইউনিভার্সিটি এফডিআর করে রেখেছে।
এ প্রসঙ্গে এনবিআরের কর্মকর্তা বলেন, ব্যাংকের ডিপোজিট হারানোর ভয়ে এফডিআর ভাঙতে রাজি হয়নি এমটিবি ব্যাংক। পরে আয়কর আইন অনুযায়ী এমটিবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও শাখা ব্যবস্থাপককে শোকজ চিঠি দেওয়া হয়। পরবর্তীতে বৃহস্পতিবার নর্থ সাউথ ইউনিভার্সিটির এফডিআর ভেঙে ১২৫ কোটি টাকার বেশি কর আদায় করা হয়েছে। অসহযোগিতা করায় ব্যাংককে সতর্ক করা হয়েছে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিসহ তিনটি বিশ্ববিদ্যালয় থেকে একদিনে প্রায় ১৪৮ কোটি টাকার বকেয়া কর আদায় করা হয়েছে।
কর অঞ্চল ১১-এর অধীনে ৫২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। ৪৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বকেয়া করের পরিমাণ প্রায় ৮৩১ কোটি টাকা। ইতোমধ্যে ১৭০ কোটি টাকার বেশি আদায় করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
এনবিআর সূত্রমতে, ৪ মার্চ নর্থ সাউথ ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকসহ ৪৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে বকেয়া আয়কর পরিশোধ করতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে কর অঞ্চল-১১ থেকে চিঠি দেওয়া হয়। বকেয়া পরিশোধে কোনো সাড়া না দেওয়ায় ২৮টির বেশি বিশ্ববিদ্যালয়ের ব্যাংক হিসাব জব্দ করা হয়। কর অঞ্চল-১১ এর হিসাব অনুযায়ী, আয়কর বাবদ নর্থ সাউথ ইউনিভার্সিটির বকেয়ার পরিমাণ ১৮০ কোটি ৫১ লাখ টাকা। এ ছাড়া, সাউথ ইস্টের ৪৫ কোটি, এশিয়া প্যাসিফিকের ২৮ কোটি, ড্যাফোডিলের ২৩ কোটি, ইউনাইটেড ইন্টারন্যাশনালের ১৭ কোটি এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ১৫ কোটি টাকার কর বকেয়া রয়েছে।
প্রসঙ্গত, এনবিআরের ২০০৭ ও ২০১০ সালের দুটি পৃথক প্রজ্ঞাপনে বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বা শুধু তথ্যপ্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি কলেজের আয়ের ওপর প্রদেয় আয়কর ১৫ শতাংশ নির্ধারণ করা হয়। এরপর বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৪৬টি রিট করা হয়। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি আপিল বিভাগ আদেশ দেন, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের আয়ের ওপর ১৫ শতাংশ কর দিতে হবে।
আরএম/এমজে