সার্ক কালচারাল ফোরাম ও সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপের যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইন্ডিয়া-বাংলাদেশ বাংলা মেলা আয়োজন করা হয়েছে। 

২২ ফেব্রুয়ারি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এ মেলার আয়োজন করা হয়।  

অন্যদিকে ২৪ ফেব্রুয়ারি ভারত বাংলাদেশ মৈত্রী সোসাইটি ও এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের যৌথ উদ্যোগে ভারতের জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে ইন্ডিয়া বাংলাদেশ হারমোনি ফেস্টিভাল আয়োজিত হয়। 

অনুষ্ঠান দুইটিতে বিজনেস এবং সোশ্যাল সার্ভিসে বিশেষ অবদানের জন্য রিম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এফ এম মমতাজ উদ্দিন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক সরকার আলাদাভাবে মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার ও নেতাজি সুভাষ চন্দ্র বসু শান্তি পুরস্কার গ্রহণ করেন।

কেএ