রাজধানীর অধিংকাংশ ব্যাংকেই গ্রাহকের উপচে পড়া ভিড়

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ৭ দিনের বিধিনিষেধে বন্ধ থাকবে সব সরকারি-বেসরকারি ব্যাংক। এ খবরে আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) ব্যাংকগু‌লোয় টাকা তোলার হি‌ড়িক পড়েছে। প্রায় সব ব্যাংকেই গ্রাহকদের উপচেপড়া ভিড় দেখা গেছে। 

রাজধানীর ব্যাংকপাড়া মতিঝিল, দিলকুশা, দৈনিক বাংলা, পল্টনসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেশিরভাগ ব্যাংকের শাখায় ভিড় করেছেন বিপটুল পরিমাণ গ্রাহক। ব্যাংকাররা বলছেন, সাত দিন ব‌ন্ধের খবরে আজ‌ স্বাভাবিক দি‌নের তুলনায় গ্রাহ‌কের চাপ অনেক বেশি। তবে টাকা জমা দেওয়ার চেয়ে উত্তোলন বেশি করছেন গ্রাহকরা।

এক্সিম ব্যাংকের মতিঝিল শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজহার উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, সাত‌ দিন বন্ধ থাক‌বে তাই আজ গ্রাহকের অনেক চাপ। টাকা উত্তোলন বে‌শি করছেন তারা। সকাল থেকেই কর্মকর্তারা গ্রাহ‌কদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আজ ৩টা পর্যন্ত লেনদেন হবে। ব্যাংক খেলা থাক‌বে ৫টা পর্যন্ত। 

স্বাস্থ্যবিধি মেনে গ্রাহক‌কে সেবা দেওয়া হচ্ছে দাবি করে এ কর্মকর্তা জানান, সরকা‌রের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি পরিপালন করছি। মাস্ক ছাড়া কাউকে শাখায় ঢুকতে দেওয়া হচ্ছে না। অন্যান্য স্বাস্থ্যবিধিও মে‌নে চলা হ‌চ্ছে।

এই শাখায় আসা গোলাম আহসান নামে এক গ্রাহক জানান, আগামী এক সপ্তাহ লকডাউন ঘোষণা করেছে সরকার। ব্যাংকও বন্ধ থাক‌বে। পরিস্থিতি কী হয় বোঝা মুশকিল। তাই প্রয়োজনীয় টাকা ওঠা‌তে এসেছি। সাড়ে ১০টায় এসেছি, এখনো লাইনে দাঁড়িয়ে আছি। কতক্ষণ লাগবে কে জানে?

ম‌তি‌ঝিল সোনালী ব্যাংকের লোকাল অফিসে গি‌য়ে দেখা যায় দীর্ঘ লাইনে টাকা উত্তোল‌নের জন্য গ্রাহকরা দাঁড়িয়ে আছেন। জানতে চাইলে অফিসের ক্যা‌শ কাউন্টা‌রের দা‌য়িত্বে থাকা এক কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, গ্রাহকের অনেক ভিড়, লেনদেনও বেশি হচ্ছে। স্বাভাবিক দিনের চেয়ে আজকে লেনদেন বে‌শি হবে এটাই স্বাভাবিক। কারণ সাত‌ দিন ব্যাংক বন্ধ। মানুষ প্র‌য়োজনীয় টাকা উত্তোলন করে রাখছেন।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। এ সময় জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া বন্ধ থাকবে সবকিছু। এই সাত দিন বন্ধ থাকবে ব্যাংকসহ দেশের সব আর্থিক প্রতিষ্ঠান। এ অবস্থায় বন্ধের আগের দিন মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ১০টা থে‌কে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত।

বন্ধের আগে ভিড় সামলাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম। তিনি ঢাকা পোস্টকে জানান, ১৪ এপ্রিল থেকে ব্যাংক বন্ধের সিদ্ধান্তের ফলে মঙ্গলবার ভিড় হতে পারে। যে কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী, ১টা পর্যন্ত লেনদেন ও ৩টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার কথা ছিল।

এসআই/এসকেডি/জেএস