টিসিবির ট্রাকে মিলবে খেজুর, কেজি ৮০ টাকা
শনিবার (১০ এপ্রিল) থেকে ট্রাকে খেজুর বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। কেজি প্রতি দাম নির্ধারণ করা হয়েছে ৮০ টাকা। একজন ভোক্তা সর্বোচ্চ এক কেজি খেজুর কিনতে পারবেন টিসিবির ট্রাক থেকে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত ১ এপ্রিল দেশজুড়ে ৫০০ ট্রাকে তেল, চিনি, মসুর ডাল ও পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি। আগামী শনিবার থেকে খেজুরও কিনতে পারবেন ক্রেতারা।’
বিজ্ঞাপন
এদিকে, টিসিবির ট্রাকে ১ এপ্রিল থেকে প্রতি লিটার তেলের দাম ১০ টাকা বাড়িয়ে ১০০ এবং পাঁচ টাকা বাড়িয়ে প্রতি কেজি চিনি ৫৫ টাকা দরে বিক্রি করেছে। আগামী ৬ মে পর্যন্ত মসুর ডাল, চিনি, সয়াবিন তেল, পেঁয়াজের সঙ্গে ছোলা ও খেজুর কিনতে পারবেন ক্রেতারা।
ট্রাক থেকে একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ চার কেজি চিনি, ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ১০০ টাকা দরে ২-৫ লিটার সয়াবিন তেল এবং ২০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৫ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। এছাড়া ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ তিন কেজি ছোলা ও কেজি ৮০ টাকা দরে এক কেজি খেজুর কিনতে পারবেন সাধারণ ক্রেতারা।
রাজধানীর যেসব স্থানে মিলবে টিসিবির পণ্য
ঢাকা শহরে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রয়ের সম্ভাব্য স্থানসমূহ- কামরাঙ্গীরচর লোহার পুল, প্রেসক্লাবের সামনে, বাবুবাজার, শ্যামলী ওভারব্রিজ, জিগাতলা, মৌচাক দেশ টিভির সামনে, সিপাইবাগ বাজার, ২৩০ গুদামের পাশে, জুরাইন বাজার, সেগুনবাগিচা বাজার, উত্তরা বাংলাদেশ মেডিকেল, কালশি মোড়, বনশ্রী বাজার, ফার্মগেট খামার বাড়ি, কারওয়ান বাজার, মিরপুর-১ কাঁচাবাজার, ৩৪৪ গুদামের সামনে, ডিসি অফিস, শিকদার মেডিকেল, মিরপুর কমার্স কলেজ, আজিমপুর ছাপরা মসজিদ, মহাখালী সাত তলা বস্তি, মোহাম্মদপুর টাউন হল মার্কেট, দয়াগঞ্জ স্টাফ কোয়ার্টার, নিউ মার্কেট, আজমপুর বাজার, আশকোনা হাজী ক্যাম্প, সোয়ারীঘাট, পলাশনগর জামে মসজিদ, বাসাবো বাজার, উত্তরা ১২ খালপাড়, কচুক্ষেত রজনীগন্ধা মার্কেট, শনির আখড়া, রায়ের বাজার, বছিলা র্যাব অফিস, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, গুলশান-১ কাঁচাবাজার, ইপিজেড, শাহবাগ বারডেমের পাশে, সাতারকুল বাজার, বাইপাইল, আশুলিয়া, মিরপুর-৭ মিল্কভিটা ও খিলক্ষেত বটতলা।
গোড়ান বাজার, টঙ্গী কাঁচাবাজার, ৬০ ফিট রেডিও, লালবাগ থানা, সিপাইবাগ বাজার, মিরপুর-১০ গোলচত্বর, ধানমন্ডি সরকারি কলোনি, নন্দীপাড়া কৃষি ব্যাংক, মতিঝিল বক চত্বর, খিলগাঁও রেলগেট, কামরাঙ্গীরচর রনি মার্কেট, পিএসসির পাশের কলোনি, রামপুরা বাজার, উত্তরা আজমপুর বাজার, গেন্ডারিয়া থানা, বেগুনবাড়ি, খিলগাঁও রেলগেট, গাবতলী বাস স্টপ ও যমুনা ফিউচার পার্ক।
এছাড়া মিরপুর দিগন্ত সমবায় সমিতি, মানিকদি বাজার, ভাষানটেক বাজার শাহজাহানপুর বাজার, যাত্রাবাড়ী বাস স্টপ, হাজারীবাগ থানা, বাংলাদেশ ব্যাংক, শান্তিনগর বাজার, ইসিবি চত্বর, কল্যাণপুর নতুন বাজার, যাত্রাবাড়ী বাজার, হাতিরপুল বাজার, সচিবালয় ৩নং গেট, ২৩০ গুদামের সামনে, গুলশান ভাটারা, খিলগাঁও রেলগেট, সচিবালয় ৩নং গেট, বনানী কড়াইল বস্তি, রাজলক্ষ্মী/জসিমউদ্দিন, কামারপাড়া বাস স্টপ, মুগদা মেডিকেল, সারুলিয়া বাজার, আনন্দ সিনেমা হলের সামনে, ভিকারুননিসা ১০নং গেটের সামনে, মতিঝিল সরকারি কলোনি, শ্যামলী আশা টাওয়ার, ইত্তেফাক মোড় এবং সব জেলা সদর ও উপজেলাসহ সারাদেশব্যাপী ডিলারের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় চলবে।
একে/এফআর