শুল্ক ছাড়া ঢেউটিন তৈরির প্রধান কাঁচামাল সিআর (কোল্ড রোল্ড) কয়েল রপ্তানি করতে ইন্দোনেশিয়া সরকারকে অনুরোধ করেছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের মাধ্যমে এ অনুরোধ জানানো হয়।

মঙ্গলবার (২২ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) কার্যালয়ে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু এইচ. সুবুলুর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ অনুরোধ জানানো হয়।

এসময় ব্যবসায়ীরা স্টিল, পাট, পাটজাত ও পোশাকসহ অন্যান্য পণ্য আরও বেশি বাংলাদেশ থেকে আমদানি করার জন্য রাষ্ট্রদূতের মাধ্যমে ইন্দোনেশিয়া সরকারকে অনুরোধ জানান।

ইন্দোনেশিয়ায় আয়োজিত ৩৮তম ট্রেড এক্সপোতে চট্টগ্রামের ব্যবসায়ীদের অংশগ্রহণ করার আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। এছাড়া ভবিষ্যতে ব্যবসা প্রসারের জন্য তিনি দুই দেশের ব্যবসায়ীদের এক সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সিএমসিসিআইয়ের ভারপ্রাপ্ত সচিব জয়নাল আবেদিনের সঞ্চালনায় এবং সহ-সভাপতি এ. এম. মাহবুব চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- পরিচালক আব্দুল আউয়াল, এইচ . এম . হাকিম আলী , প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী , অজিত কুমার দাশ , এম . সোলায়মান এফসিএমএ , ফেরদৌস ওয়াহিদ, ইন্দোনেশিয়া দূতাবাসের ৩য় সচিব মিসেস ফিট্রি নুরিল ইসলামী এবং সাপতু রুদিয়ান্তু।

এমআর/এমজে