৫০ লাখ লিটার রাইস ব্র্যান তেল কিনবে টিসিবি
দু’টি কোম্পানির কাছ থেকে আলাদা লটে রাইস ব্রান তেল কিনবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এই দুই কোম্পানির কাছ থেকে মোট ৫০ লাখ লিটার রাইস ব্রান তেল কিনবে সরকার।
বৃহস্পতিবার (২২ জুন) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে মন্ত্রী পরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার শাখা) সচিব মো. মাহমুদুল হোসাইন খান সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে যশোরের মজুমদার বার্ন অয়েল মিলস লিমিটেডের কাছ থেকে ২৫ লাখ লিটার এবং ঢাকার মজুমদার প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে ২৫ লাখ লিটার অর্থাৎ সর্বমোট ৫০ লাখ লিটার রাইস ব্রান তেল ৮০ কোটি টাকায় সরাসরি ক্রয় (ডিপিএম) পদ্ধতিতে ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
এসআর/কেএ