পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। 

সোমবার (১২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্স্যুরেন্স কোম্পানিটিতে পর্যবেক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে আইডিআরএর পরিচালক জাহাঙ্গীর আলমকে। কোম্পানির বিরুদ্ধে বিমা দাবি পরিশোধ না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে কোম্পানিতে পর্যবেক্ষক নিয়োগ করেছে আইডিআরএ।

এর আগে রোববার (১১ জুন) একই কারণে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয় আইডিআরএর পরিচালক আব্দুল মজিদকে। আর সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয় আইডিআরএর পরিচালক শাহ আলমকে। দুজনই বিমা উন্নয়ন ও কর্তৃপক্ষের পরিচালক ও সরকারের উপ-সচিব।

এমআই/জেডএস