এখন থেকে ঘোরাঘুরি হবে আরও বেশি সাশ্রয়ী ও আরামদায়ক। ভ্রমণ কিংবা জরুরি প্রয়োজনে বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রার টিকিট নগদের মাধ্যমে কাটলেই থাকছে ১০ শতাংশ ছাড়।

বুধবার (৩ মে) ‘নগদ’ এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, সম্প্রতি এ বিষয়ে নগদের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। নগদের পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক ও এয়ার অ্যাস্ট্রার পক্ষে প্রতিষ্ঠানটির হেড অব সেলস মোহাম্মদ মোজাম্মেল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

এ সময় নগদের হেড অব বিজনেস সেলস মোহাম্মদ মাহবুব সোবহান, এয়ার অ্যাস্ট্রার ব্র্যান্ড মার্কেটিংয়ের এজিএম আ ফ ম রুবাইয়াত-উল-জান্নাতসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : অনলাইন জুয়ার লেনদেন, নজরদারিতে আসছে বিকাশ-রকেট-নগদ

এ চুক্তি অনুযায়ী চলতি বছররে ৫ জুলাই পর্যন্ত এয়ার অ্যাস্ট্রার টিকিট কাউন্টার থেকে নগদের মাধ্যমে টিকিট কিনলে থাকছে বেইস ফেয়ারের উপর ১০ শতাংশ ছাড়। তবে ঈদের সময়ে এ ছাড়ের শর্তে কিছুটা পরিবর্তন থাকবে।

চুক্তির বিষয়ে নগদের নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক বলেন, ‘আমরা মানুষের জীবন সহজ ও আরামদায়ক করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছি। এ অফারের ফলে এখন থেকে ১০ শতাংশ ছাড়ে এয়ার অ্যাস্ট্রার যাত্রীরা টিকিট কিনতে পারবেন। যার ফলে সবাই সাশ্রয়ী মূল্যে ভ্রমণ করতে পারবেন তারা।’

এছাড়া দেশজুড়ে ৩০০টিরও বেশি ব্র্যান্ড ও ৬ হাজারের বেশি আউটলেটে নগদ-এর মেগা অফার ক্যাম্পেইন চলছে। অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে গ্রাহকরা নগদ-এর ওয়েবসাইট ও ফেসবুকে নজর রাখতে পারেন।

এসআই/এসকেডি