বাণিজ্য মেলার গেটে মেট্রোরেল!
রাজধানীর অদূরে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৩। মেলার প্রবেশের গেটের উপরেই শোভা পাচ্ছে সদ্য চালু হওয়া স্বপ্নের মেট্রোরেলের আকৃতি। মূলত মেট্রোরেলকে ব্র্যান্ডিং করতেই মেট্রোরেলের আকৃতির দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট সাজানো হয়েছে।
বাণিজ্য মেলা শুরু হওয়ার দ্বিতীয় দিনে এসে দেখা গেছে আন্তর্জাতিক বাণিজ্যে মেলার প্রধান ফটকে মেট্রোরেলের আকৃতি সম্মিলিত গেটে দাঁড়িয়েই দর্শনার্থীরা ছবি তুলছেন এবং তা মুহূর্তেই পোস্ট করে দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
বিজ্ঞাপন
এদিকে স্ত্রী ও শিশু সন্তানসহ বাণিজ্য মেলায় এসেছেন বেসরকারি চাকরিজীবী মাসুদুর রহমান। তিনি বলেন, আজ প্রথম দিনের মতো পূর্বাচলের বাণিজ্যে মেলায় এসেছি। টিকিট কেটে সামনে এসেই দেখলাম এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেটটি মেট্রোরেল দিয়ে সাজানো হয়েছে। ফলে এর সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাণিজ্য মেলার গেটে মেট্রোরেলের আকৃতি দিয়ে সাজিয়ে একটি চমৎকার সিদ্ধান্ত নিয়েছে।
মেলায় গেটের দায়িত্বে থাকা টিকিট চেকার মোহসিন আলম বলেন, মেলায় দর্শনার্থীদের মধ্যে যারাই আসছেন তারাই প্রথমে গেটের সামনে দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছেন।
উল্লেখ্য, রোববার (১ জানুয়ারি) ঢাকার ২৭তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৯৫ সাল থেকে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তার জন্য এ মেলার আয়োজন করা হয়। বাণিজ্যমেলা এর আগে শেরে বাংলা নগরের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের খোলা মাঠে অনুষ্ঠিত হতো। তবে ২০২২ সাল থেকে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার জন্য আলাদা করে জায়গা নির্ধারিত করা হয়েছে।
এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় মোট ১০টি দেশের ১৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। যা খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। তবে সাপ্তাহিক বন্ধের দিন মেলা চলবে রাত ১০টা পর্যন্ত। এতে প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা এবং অনলাইনে টিকিট ক্রয় করলে ৫০ শতাংশ ছাড়ের সুযোগ থাকবে। এছাড়াও মেলায় প্রায় এক হাজার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাসহ বিদেশি প্রতিষ্ঠানের জন্য ১৭টি প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে। দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের জন্য দুটি হলের বাইরে মিলে মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে।
এএসএস/এফকে