আবাসন মেলার পর্দা নামছে রোববার
মেট্রোরেল : মিরপুর-উত্তরার ফ্ল্যাটে আগ্রহী ক্রেতারা
বাংলাদেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন হচ্ছে আগামী ২৮ ডিসেম্বর। মেট্রোরেল মিরপুর-উত্তরার যাতায়াত ব্যবস্থা খুব সহজ করে তুলবে। তাই এ বছর আবাসন মেলায় মিরপুর-উত্তরা অংশে ফ্ল্যাটের খোঁজখবর বেশি নিচ্ছেন ক্রেতারা।
শনিবার (২৪ ডিসেম্বর) রিহ্যাবের পক্ষ থেকে এমন সব তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
রিহ্যাব জানায়, আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন পাঁচ দিনব্যাপী ‘রিহ্যাব আবাসন মেলা-২০২২’ এর পর্দা নামছে আগামীকাল রোববার। তবে, ২৫ ডিসেম্বর রাত ৯টার পরিবর্তে দুপুর ২টায় মেলা শেষ হবে। রাষ্ট্রীয় অনুষ্ঠান থাকায় নিরাপত্তার কারণে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই মেলা শেষ হচ্ছে।
আরও পড়ুন>>পরিকল্পিত মেট্রোরেল কেন জরুরি
মেলার ক্রয়-বিক্রয়ের সার্বিক বিষয় তুলে ধরতে দুপুর ২টায় মেলাপ্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আয়োজন করে রিহ্যাব।
গত ২১ ডিসেম্বর দুপুরে এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম পাঁচ দিনব্যাপী আবাসন মেলার উদ্বোধন করেন।
রিহ্যাব থেকে জানানো হয়, এ বছর অনেক অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ডিজিটাল মাধ্যমে তাদের পণ্য সম্পর্কে তুলে ধরেছেন। বিদেশ থেকেও প্রবাসীরা তাদের পণ্য সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। মেট্রোরেলের কারণে এ বছর মিরপুর-উত্তরা অংশে ফ্লাটের খোঁজখবর বেশি নিচ্ছেন ক্রেতারা। এই এলাকার নাগরিকরা সহজেই যাতায়াত করতে পারবেন ফলে সেখানে ফ্ল্যাটের চাহিদা বাড়ছে।
আরও পড়ুন>>মেট্রোরেল উদ্বোধন : ভায়াডাক্ট সংলগ্ন এলাকায় ৭ নির্দেশনা
এবারের ফেয়ারে ১২৭টি প্রতিষ্ঠানের মোট ১৮১টি স্টল রয়েছে। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ছাড়াও বিল্ডিং ম্যাটেরিয়ালস ও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে রিহ্যাব। পাঁচ দিনব্যাপী রিহ্যাব ফেয়ারে ক্রেতাদের আকৃষ্ট করতে রিয়েল এস্টেট প্রতিষ্ঠানগুলো বিভিন্ন হারে মূল্যছাড় দিয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠান ক্রেতাদের আকৃষ্ট করতে ওমরাহ হজ করার সুযোগ দিচ্ছে। বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান মেলায় বুকিং দিলে ১০ লাখ টাকা ছাড়া দিচ্ছেন।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারছেন। মেলায় দুই ধরনের টিকিট রয়েছে। একটি সিঙ্গেল এন্ট্রি অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় ৫ বার প্রবেশ করতে পারবেন। এন্ট্রি টিকিটের প্রাপ্ত সম্পূর্ণ অর্থ দুস্থদের সাহায্যার্থে ব্যয় করা হবে। এবছর প্রতিদিন মেলা শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হচ্ছে এবং পুরস্কার বিতরণ করা হচ্ছে।
মেলার ক্রয়-বিক্রয়, আগামী দিনের প্রত্যাশা এবং ড্যাপ নিয়ে রিহ্যাব এর অবস্থানসহ আবাসন খাতের সার্বিক বিষয় তুলে ধরতে আগামীকাল ২টায় মেলা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে রিহ্যাবের পক্ষ থেকে।
উল্লেখ্য, ২০০১ সাল থকে ঢাকায় আবাসন মেলা শুরু করে রিহ্যাব। এবছর রিহ্যাবের এটি ২২তম ফেয়ার।
এসআই/এমএ