বিশ্ব অর্থনীতিতে ধাক্কার প্রভাব এড়াতে পারবে ভারত?
করোনা মহামারির ক্ষত এখনও পুরোপুরি সারেনি। তার ওপর যুক্ত হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং চীন-তাইওয়ান সংঘাত। প্রায় সারা বিশ্বেই এর প্রভাব পড়েছে। তবে এ পরিস্থিতিতেও ভারতের আর্থিক প্রবৃদ্ধির ‘ইতিবাচক সম্ভাবনা’ দেখছে বিশ্ব ব্যাংক।
মঙ্গলবার প্রকাশিত ‘ইন্ডিয়া ডেভেলপমেন্ট আপডেট’-এর পূর্বাভাসে বলা হয়েছে- চলতি ২০২২-২৩ অর্থবছরে ভারতের আর্থিক প্রবৃদ্ধির হার ৬.৯ শতাংশে দাঁড়াতে পারে। গত অক্টোবরে প্রকাশিত রিপোর্টে যা ৬.৫ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল।
গত জুন মাসে গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাসে বিশ্ব ব্যাংক পূর্বাভাস দিয়েছিল ২০২২-২৩ অর্থবছরে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৭.৫ শতাংশ দাঁড়াতে পারে। অক্টোবরের পূর্বাভাসে তা ১ শতাংশ কমে গেলেও এ বার ০.৪ শতাংশ বেড়েছে । প্রসঙ্গত, মহামারির অভিঘাত কাটিয়ে গত অর্থবছরে (২০২১-২২) ভারতে আর্থিক বৃদ্ধির হার ছিল ৮.৭ শতাংশ।
বিজ্ঞাপন
বৃদ্ধির হারে সামান্য উন্নতির আশা থাকলেও, মূল্যবৃদ্ধি ঘিরে বিশ্ব ব্যাংকের পূর্বাভাস দুশ্চিন্তা কমাচ্ছে না। রিপোর্টে বলা হয়েছে, চলতি অর্থবছরে খুচরা বাজারে মূল্যবৃদ্ধির হার ৭.১ শতাংশে পৌঁছাতে পারে। যদিও বিশ্ব ব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ ধ্রুব শর্মা বলেছেন, ১০ বছর আগের তুলনায় ভারত এখন অনেক শক্তিশালী। গত এক দশকের বিভিন্ন আর্থিক পদক্ষেপ ভারতকে বিশ্ব অর্থনীতির প্রথম সারিতে নিয়ে এসেছে।
এনএফ