পুঁজিবাজারে ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ সীমার মেয়াদ বাড়ল আরও এক বছর
পুঁজিবাজারে ব্যাংকগুলোর অতিরিক্ত বিনিয়োগের সীমার মেয়াদ এক বছর বাড়িয়েছে অর্থমন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে।
গত সোমবার (৭ নভেম্বর) অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব. জেহাদ উদ্দিন সই করা নির্দেশনা বাংলাদেশ ব্যাংকে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারি করা ডিওিএস সার্কুলার লেটার নং ৩০/২০২২ এর নির্দেশনা পরিপালনজনিত লোকসান রোধে এবং পুঁজিবাজারের স্থিতিশীলতার স্বার্থে ব্যাংকসমূহ কর্তৃক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ধারা ২৬ক এর উপ-ধারা (১) এর নির্দেশনা পরিচালনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রস্তাবিত শেয়ারবাজারে বিডিবিএলসহ যেসব ব্যাংকের সীমাতিরিক্ত বিনিয়োগ (ব্যাংক কর্তৃক অন্যান্য কোম্পানির শেয়ার ধারণের ক্ষেত্রে সামষ্টিক বা এককভাবে কোনো কোম্পানির শেয়ার ধারণের ক্ষেত্রে) রয়েছে সেসব ব্যাংকের সীমাতিরিক্ত বিনিয়োগ ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এ বর্ণিত নির্ধারিত সীমায় নামিয়ে আনার জন্য ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় প্রদান করা হয়েছে।
এছাড়া ওই বর্ধিত সময়সীমার মধ্যে অন্যান্য কোম্পানির শেয়ার ধারণের ক্ষেত্রে সামষ্টিকভাবে বা এককভাবে কোনো কোম্পানির শেয়ারর ধারণের ক্ষেত্রে সীমাতিরিক্ত বিনিয়োগকারী ব্যাংকসমূহ ৩১ আগস্ট ২০২২ ভিত্তিক সংশ্লিষ্ট বিনিয়োগকে (রেশিওতে) কোন ক্রমেই বাড়াতে পারবে না।
এমআই/এমএ