কাস্টমসে ২২০ সহকারী রাজস্ব কর্মকর্তা নিয়োগ
শুল্ক, আবগারি ও ভ্যাট অনুবিভাগে ২২০ জনকে সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) হিসেবে নিয়োগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) সুপারিশে ২৪৩ জন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাই শেষে শর্তসাপেক্ষে তাদের নিয়োগ দেয় প্রতিষ্ঠানটি।
বিজ্ঞাপন
এনবিআরের শুল্ক বিভাগের দ্বিতীয় সচিব মাসুদ রানা সই করা প্রজ্ঞাপনে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১০ম গ্রেডে শর্ত সাপেক্ষে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১ ডিসেম্বর তাদের যোগদান করতে হবে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) এনবিআরের শুল্ক বিভাগ সূত্রে জানা যায়, সহকারী রাজস্ব কর্মকর্তাদের নিয়োগের বিষয়টি চূড়ান্ত হওয়ার পর গত ১ নভেম্বর প্রথমবারের মতো লটারির মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের বদলি করা অফিস ঠিক করে এনবিআর।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিপিএসসি কর্তৃক এনবিআরের অধীন শুল্ক, আবগারি ও ভ্যাট অনুবিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা পদে ২২০ নতুন সহকারী রাজস্ব কর্মকর্তা পদে ১২টি শর্ত সাপেক্ষে নিয়োগ দেওয়া হলো।
শুল্ক ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে ৩ মাসের বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ, ২ বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করা, শিক্ষানবিশ থাকার সময় আচার-আচরণ নিয়ন্ত্রিত রাখার শর্ত আরোপ করা হয়েছে।
এনবিআর কাস্টমস ও ভ্যাট অনুবিভাগে সহকারী রাজস্ব কর্মকর্তা নিয়োগে অনুরোধ করে বিপিএসসিকে। এনবিআর তাদের পুলিশ প্রতিবেদন, স্বাস্থ্য পরীক্ষাসহ অন্যান্য বিষয় যাচাই শেষে ২২০ জনকে নিয়োগ দেয়।
নিয়োগপ্রাপ্তদের তালিকা দেখতে ক্লিক করুন>>>
আরএম/এসএম