আগামী ৩ অক্টোবর থেকে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ পালন করবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।

বিশ্ব পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী বিভিন্ন সংস্থার সংগঠন আইওএসকোর সদস্য হিসেবে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ পালনে বিএসইসির পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হবে।

সপ্তাহটির উদ্বোধনী অনুষ্ঠান হবে বিএসইসির মাল্টিপারপাস হলে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

আর রাজধানীরে লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানটির আয়োজন করবে সিডিবিএল ও সিসিবিএল।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে দশ দিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই দশদিনের মধ্যে প্রতিদিনই সভা-সেমিনারের মাধ্যমে বিনিয়োগকারীদের সচেতন করা হবে।

এমআই/এমএইচএস