রাজধানীর মাছের বাজারে অস্বস্তি কাটেনি। গত কয়েক সপ্তাহের মতো এখনো চড়া মাছের দাম। ফলে অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রামপুরা, মালিবাগ ও মহাখালী কাঁচাবাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ মাছ গত সপ্তাহের মতো চলতি সপ্তাহেও বেশি দামে বিক্রি হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি মাছের বাড়তি দামে নাজেহাল ক্রেতারা।

বিক্রেতারা বলছেন, মাছের খাদ্যের পাশাপাশি পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বাজারে মাছের দাম বাড়তি। এসব খরচ কমা না পর্যন্ত মাছের দাম কমবে না বলেও তারা জানান।

বাজারে প্রতি কেজি কই মাছ ২৬০-২৮০ টাকা, রুই মাছ ৩০০-৩৫০ টাকা, পাঙাশ মাছ ২০০-২২০ টাকা, তেলাপিয়া মাছ ২২০ টাকা, শিং মাছ আকার ভেদে ৫০০-৬০০ টাকা, কাতল মাছ ৩৮০ টাকা, চিংড়ি মাছ ৫৫০-৬৫০ টাকা, শোল মাছ ৪০০-৬০০ টাকা, আইড় মাছ ৬০০-৭০০ টাকা, বোয়াল মাছ ৫০০-৬০০ টাকা, মাগুর মাছ ৬০০-৬৫০ টাকা, পাবদা মাছ ৩৫০-৪০০ টাকা ও ট্যাংরা মাছ ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে ইলিশ মাছ আকার ভেদে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। বাজারে ছোট আকারের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ টাকায়, অন্যদিকে মাঝারি থেকে বড় আকারের ইলিশ ১২০০-১৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাড়তি দাম নিয়ে বিক্রেতার বলছেন, গত এক মাস ধরে মাছের খাদ্যের দাম বাড়তি। তাই মাছ উৎপাদনের খরচ বেড়ে গেছে। মাছ চাষিরাই বেশি দামে মাছ বিক্রি করছেন। পাইকারিতে মাছের দাম বেশি হওয়া এর প্রভাব খুচরা বাজারেও পড়ছে।

এ বিষয়ে রামপুরা কাঁচাবাজারের মাছ বিক্রেতা মানিক মিয়া বলেন, ক্রেতারা মনে করছেন আমরা বোধ হয় বেশি দামে মাছ বিক্রি করে বেশি লাভ করছি। ‌ আসলে মাছের দাম বেড়ে যাওয়ায় আমাদের লাভ কমে গেছে এবং লোকসান হচ্ছে। আগের থেকে বেশি পুঁজি লাগছে ব্যবসা করতে। অন্যদিকে মাছের দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা কেনা কমিয়ে দিয়েছে। ফলে বেশি টাকা ব্যবসায় লাগিয়েও লাভ হচ্ছে না।

রাজধানীর মহাখালী কাঁচাবাজারের মাছ বিক্রেতা মো. বাদল বলেন, শুধু মাছের খাবারের কারণেই দাম বাড়েনি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে করে আমরা মাছ রাজধানীতে নিয়ে আসি। জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে মাছ আনার ভাড়া বেড়ে গেছে। ফলে সরাসরি প্রভাব মাছের দামে পড়েছে। এছাড়া পাইকারিতে বেশি দামে কিনে খুচরায় কম বিক্রি করার সুযোগ নেই। পাইকারিতে দাম না কমলে আমরা খুচরা বাজারে দাম কমাতে পারব না।

রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে ক্রেতা ফিরোজ মোহাম্মদ বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে এমন কোনো কিছু নেই যেটা দাম আমাদের নাগালের ভেতরে রয়েছে। মাছের বাজারে গত কয়েক সপ্তাহ ধরে চলছে অস্থিরতা। আমাদের মতো নিম্নআয়ের মানুষরা যেসব মাছ কিনতাম সেগুলোর দামও এখন আকাশচুম্বী। দিন দিন আমাদের খাবারের তালিকা অনেক ছোট হয়ে আসছে মূল্যবৃদ্ধির কারণে।

এমএসি/এসএসএইচ