এমডির পদত্যাগের কারণ জানতে ডিএসইর চেয়ারম্যানকে তলব
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভূঁইয়ার পদত্যাগ কারণ জানতে সংস্থাটির চেয়ারম্যানকে তলব করা হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমানকে তলব করেছেন। বৃহস্পতিবার (২৫আগস্ট) তারেক আমিন ভূঁইয়ার পদত্যাগের কারণ এবং কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতির বিস্তারিত বিবরণ জমা দিতে বলেছেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান ঢাকা পোস্টকে বলেন, তিন বছরের জন্য ডিএসইর এমডি হিসেবে যোগদান করেন তারিক আমিন ভূঁইয়া। কিন্তু ১৩ মাস পর গতকাল দায়িত্ব থেকে পদত্যাগ করেন তারিক তিনি। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, এই ১৩ মাস নানা সমস্যার কারণে পরিকল্পনা অনুসারে কাজ করতে পারেননি।
এমআই/এসকেডি