করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বিশ্ব অর্থনীতি। জ্বালানি তেল সঙ্কট, খাদ্যপণ্যের উচ্চমূল্যে দিশেহারা বহু দেশ। এরই মধ্যে চীন বলছে, গতবছরের চেয়ে তাদের বৈদেশিক বাণিজ্য বেড়েছে।  

চীন বলছে, চলতি বছরের প্রথম সাত মাসে তাদের বৈদেশিক বাণিজ্য বেড়েছে ১০.৪ শতাংশ। চলতি বছরের প্রথম সাত মাসে চীনের পণ্যবাণিজ্যে আমদানি ও রপ্তানির মোট মূল্য ছিল ২৩.৫ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের চেয়ে ১০.৪ শতাংশ বেশি। রোববার চীনের শুল্ক সাধারণ প্রশাসন এ তথ্য জানিয়েছে।  

আরও পড়ুন : যুক্তরাজ্যে ক্রেডিট কার্ডের ঋণ ১৭ বছরের সর্বোচ্চ 

প্রকাশিত তথ্যানুসারে, বছরের প্রথম সাত মাসে চীনের রপ্তানি ১৪.৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩.৩৭ ট্রিলিয়ন ইউয়ানে এবং আমদানি ৫.৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০.২৩ ট্রিলিয়ন ইউয়ানে। এক্ষেত্রে বাণিজ্যে উদ্বৃত্ত ৬২.১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩.১৪ ট্রিলিয়ন ইউয়ানে।

শুল্ক সাধারণ প্রশাসনের পরিসংখ্যান ও বিশ্লেষণ বিভাগের পরিচালক লি কুইওয়েন জানান, জুলাই মাসে আমদানি ও রপ্তানি ১৬.৬ শতাংশ বৃদ্ধি পায় এবং মে মাস থেকে বৈদেশিক বাণিজ্য বৃদ্ধিতে ক্রমাগত পুনরুদ্ধারের প্রবণতা অব্যাহত রয়েছে। 

সূত্র : সিআরআই। 

এনএফ