বাংলাদেশে ডলারের বাজারের অস্থিরতা কিছুতেই কাটছে না। ডলারের বিপরীতে টাকার দাম কমছেই। কার্ব মার্কেট বা খোলা বাজারে আজ‌ নগদ মা‌র্কিন ডলার কিন‌তে গ্রাহক‌কে গুনতে হ‌চ্ছে ১১০ থে‌কে ১১২ টাকা। সোমবার ১০৬ থেকে ১০৮ টাকায় কার্ব মার্কেটে ডলার কেনাবেচা হয়েছে। 

খুচরা ডলার ব্যবসায়ী আব্দুল জব্বার জানান, খোলা বাজারে ডলারের চা‌হিদা বে‌শি, সরবরাহ কম। তীব্র সংকট চলছে। সে কারণেই দর বাড়তির দি‌কে। আজ‌ নগদ ডলার বি‌ক্রি কর‌ছি ১১১ টাকা। কিনেছি ১১০ টাকার নি‌চে।

বা‌ণি‌জ্যিক ব্যাংকগু‌লো‌তেও নগদ ডলার ১০০ টাকার ওপ‌রে বি‌ক্রি হচ্ছে।

সব‌শেষ তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ২৫ জুলাই ডলার বিক্রি করেছে ৯৪ টাকা ৭০ পয়সা দরে। ওই দিন আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারে কিনতে খরচ করতে হয়েছে ৯৪ টাকা ৭০ পয়সা। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক সরকারি আমদানি বিল মেটাতে এই দরে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করেছে। নিয়ম অনুযায়ী এটাই ডলারের আনুষ্ঠানিক দর। ২৪ জুলাই এ দাম ছিল ৯৪ টাকা ৪৫ পয়সা। মে মাসের শুরুর দিকে এ দর ছিল ৮৬ টাকা ৪৫ পয়সায়। এ হিসাবে দুই মাসের ব্যবধানে টাকার মান কমেছে ৮ টাকা ২৫ পয়সা।

এসআই/এনএফ