কর কমিশনার খন্দকার মো. ফেরদৌস আলমকে কর বিভাগের সদস্য পদে পদোন্নতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (১৩ জুলাই) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসু সই করা এক আদেশ সূত্রে এ তথ্য জানা গছে।

আদেশে ফেরদৌস আলমকে ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সর্বশেষ তিনি রাজধানীর কর অঞ্চল ১৪ এর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এনবিআরের অর্গানোগ্রাম অনুসারে আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগে মোট ১৬টি পদ রয়েছে। বর্তমানে ১২ জন এনবিআর সদস্য দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

আরএম/এমএইচএস