প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে
রোববার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উদ্যোগে রাজধানীতে স্টক এক্সচেঞ্জ ট্রেডিং প্ল্যাটফর্মে বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশের (সিডিবিএল) মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়েছে, সমঝোতার ফলে সাধারণ বিনিয়োগকারীরা বিও আইডির মাধ্যমে সরকারি সিকিউরিটিজ কেনা-বেচা করতে পারবেন, যা অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে দেশকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
পুঁজিবাজারে লেনদেনকৃত সরকারি সিকিউরিটিজের অভিহিত মূল্য হবে ১০০ টাকা, লট হবে ১ হাজারটি। অর্থাৎ ১ লাখ টাকা অভিহিত মূল্যের সরকারি প্রাইস উল্লেখ-পূর্বক সরকারি সিকিউরিটিজে কেনা-বেচা করতে পারবেন। বিক্রেতা বিক্রয়মূল্যের সঙ্গে প্রফিটও পাবেন এবং ক্রেতা বা বন্ডহোল্ডার কুপন ডেটে কুপনের অর্থ ব্যাংক অ্যাকাউন্টে বিইএফটিএর মাধ্যমে জমাতে পারেন। ফলে ক্রেতা-বিক্রেতার কারো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না।
স্মারক সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ তালুকদার বলেন, পুঁজিবাজার এবং মুদ্রাবাজার নিয়ন্ত্রক সংস্থা সম্মিলিতভাবে কাজ করলে দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি ও প্রবৃদ্ধির আরও উন্নতি হবে।
তিনি বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির যৌথ পদক্ষেপকে একত্রে কাজ করার একটি প্রকৃষ্ট উদাহরণ হিসেবে বর্ণনা করেন। সরকারি সিকিউরিটিজ সেকেন্ডারি লেনদেন স্টক এক্সচেঞ্জ প্লাটফর্মে করার মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট তৈরি হবে। পুঁজিবাজারের বাজার মূলধন অনেকাংশের বৃদ্ধি পাবে বলে তিনি আশা করেন।
রউফ তালুকদার বলেন, একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে উঠলে ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমে আসবে। মন্দ ঋণও কমে আসবে। বর্তমানে জিডিপির রেশিও তুলনায় ১৬ শতাংশ বাজার মূলধনকে দ্বিগুণ করা সম্ভব হবে।
স্মারক সই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব সলীম উল্লাহ, বিএসইসি কমিশনার অধ্যাপক শেখ সামসুদ্দিন আহমেদসহ অর্থ মন্ত্রণালয়,বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, ডিএসই, সিএসই ও সিডিবিএলের কর্মকর্তারা।
এমআই/আরএইচ