অনুমোদন পেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩ ক্রয় প্রস্তাব
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিনটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জহিরুল ইসলাম। বৈঠক দুটিতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বিজ্ঞাপন
অতিরিক্ত সচিব জানান, বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন’ প্রকল্পের আওতায় তিন তলা বিশিষ্ট একটি স্পোর্টস কমপ্লেক্স ভবন নির্মাণের পূর্ত কাজের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। ১১৯ কোটি টাকা ৩৬ লাখ টাকায় কাজটি করবে মাহবুব ব্রাদারস (প্রাইভেট) লিমিটেড।
একই প্রকল্পের আওতায় ছয়তলা বিশিষ্ট একটি লাইব্রেরি ভবন নির্মাণ পূর্ত কাজেরও অনুমোদন দেওয়া হয়েছে। ১০১ কোটি ৮৫ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ে কাজটি করবে জয়েন্ট ভেঞ্চার অব (১) এমবিপিএল ও (২) এটিসিএল।
অতিরিক্ত সচিব আরও জানান, একই প্রকল্পের আওতায় একটি ১০তলা প্রশাসনিক ভবন নির্মাণের পূর্ত কাজ অনুমোদন দেওয়া হয়েছে। ১৩৭ কোটি ৪২ লাখ ২৪ হাজার ৮৬৩ টাকায় কাজটি করবে জয়েন্ট ভেঞ্চার অব (১) এমজেসিএল ও (২) এমএনএইচসিএল।
এসআর/আরএইচ