প্রথম জুয়েলারি এক্সপো শুরু হচ্ছে ১৭ মার্চ
প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ‘বাংলাদেশ জুয়েলারি এক্সপো-২০২২’। জুয়েলারি শিল্পকে দেশে-বিদেশে নতুন করে তুলে ধরতে এ মেলার আয়োজন করছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বুধবার বাজুস আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাজুসের সহ-সভাপতি গুলজার আহমেদ, আনোয়ার হোসেন, দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, নারায়ণ চন্দ্র দে, কোষাধ্যক্ষ উত্তম বণিক ও কার্যনির্বাহী সদস্য উত্তম ঘোষ।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশে প্রথমবারের মতো এ মেলার আয়োজন করা হচ্ছে।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ১৭, ১৮ ও ১৯ মার্চ বর্ণাঢ্য আয়োজনে তিন দিনের এ মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে।
মেলায় ৭০টিরও বেশি স্টল থাকবে। দেশ-বিদেশের ক্রেতা-বিক্রেতারা এতে অংশ নেবেন। দেশের স্বর্ণ শিল্পীদের হাতে গড়া নিত্য-নতুন ডিজাইনের অলংকারের পরিচিতি ঘটবে।
তিনদিনের এ মেলায় দুই লাখের বেশি দর্শনার্থীর আগমন ঘটবে বলে আশা করছেন আয়োজকরা। এ মেলার মাধ্যমে দেশের জুয়েলারি শিল্পের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে দেশের মানুষ জানতে পারবে।
এসআই/আরএইচ