ঘরে ঢুকে গৃহবধূকে গণধর্ষণ, প্রধান আসামিসহ গ্রেফতার ২
হবিগঞ্জের মাধবপুরে চাঞ্চল্যকর গৃহবধূ গণধর্ষণ মামলার প্রধান আসামি আসকির মিয়া ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১৯ ফেব্রুয়ারি) হবিগঞ্জ ক্যাম্পের একটি দল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইরল গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। বিকেলে তাদের মাধবপুর থানায় হস্তান্তর করে র্যাব।
র্যাব-৯ এর হবিগঞ্জ ক্যাম্পের স্কয়াড কমান্ডার আব্দুল্লাহ আল নোমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
র্যাব জানায়, গত ৫ ডিসেম্বর মাধবপুরের কালিনগর গ্রামে নিজ ঘরে শুয়েছিলেন ওই গৃহবধু। তার স্বামী চাকরির সুবাদে ব্রাহ্মণবাড়িয়ায় থাকতেন। এ সুযোগে একই গ্রামের বখাটে আসকির ও তার সহযোগীরা গভীর রাতে দরজা কেটে তার ঘরে প্রবেশ করে। একপর্যায়ে ওই গৃহবধূকে হাত-পা বেঁধে ধর্ষণ করে তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় গত ৬ ডিসেম্বর আসকিরসহ চারজনকে আসামি করে মাধবপুর থানায় ধর্ষণ মামলা করেন ওই গৃহবধূ। তথ্য-প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন আসামিরা। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
মোহাম্মদ নুর উদ্দিন/আরএআর