কুমিল্লা জুড়ে বিজয় মিছিল, বাঁধভাঙা উল্লাস
বরিশালকে ১ রানে হারিয়ে তৃতীয়বারের মত বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ায় কুমিল্লা জুড়ে বিজয় মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ভক্তরা।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র পূবালী চত্ত্বরে জড়ো হয়ে বাধ ভাঙ্গা উল্লাসে মেতে উঠে সবাই। এ সময় ঢাক ঢোল, বাঁশি, আতশবাজি ফুটিয়ে কুমিল্লা কুমিল্লা ধ্বনিতে কেঁপে উঠে কান্দিরপাড় এলাকা। এ সময় দ্রুত কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিও জানানো হয়।
বিজ্ঞাপন
বিজয় মিছিলে আসা মো. তারেক হোসেন জানান, দুর্দান্ত জয় পেয়েছে কুমিল্লা। বিপিএলের আট আসরে তৃতীয়বার শিরোপা জয় করে আমরা প্রমাণ করেছি, আমরাই সেরা।
আরেক ভক্ত মানিক জানান, কুমিল্লা কথায় না কাজে বিশ্বাসী। কুমিল্লা সব দিক থেকে এগিয়ে। এই জন্য আমরা বলি কুমিল্লা এগুলো এগুবে বাংলাদেশ। এই মিছিল থেকে সরকারের নিকট দাবি জানাচ্ছি কুমিল্লা বিভাগ দ্রুত বাস্তবায়ন করা হোক।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক ম্যানেজার ও কুমিল্লার বাসিন্দা বদরুল হুদা জেনু বলেন, কুমিল্লার টিম কম্বিনেশন অসাধারণ ছিল। তারা জিতবে টিম কম্বিনেশন দেখেই বুঝেছি। প্রত্যেক খেলোয়াড় ভালো খেলেছে বলতেই হবে। কুমিল্লার বিভিন্ন জায়গায় আনন্দ মিছিলের খবর পেয়েছি। বার্ধক্যের কারণে যেতে পারিনি তবে খুবই ইচ্ছে করছে।
অমিত মজুমদার/আইএসএইচ