নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ফেব্রুয়ারি) সকালের কোনো এক সময় দৌলতকান্দি রেলস্টেশনের পশ্চিম পাশে মহেশপুর ইউনিয়নের সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মহেশপুর ইউনিয়নের দৌলতকান্দি রেলস্টেশনের আনুমানিক ৫০০ গজ পশ্চিমে সকালে রেললাইনের ওপর খন্ডিত অজ্ঞাত এক নারীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা দৌলতকান্দি স্টেশন মাস্টারকে খবর দেয়।  স্টেশন মাস্টার বিষয়টি ভৈরব রেলওয়ে থানায় জানান। খবর পেয়ে ভৈরব রেলওয়ে পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে যান। সেখান থেকে খন্ডিত মরদেহ উদ্ধার করে দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন।

ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, নিহত ওই নারীর পরিচয় মেলেনি। তবে বয়স আনুমানিক ৩৫ বছর। ধারণা করা হচ্ছে, ভোরে ঢাকাগামী কোনো এক ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। মরদেহের টুকরোগুলো ঘটনাস্থলের একশো গজ পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

রাকিবুল ইসলাম/এসপি