করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ মোকাবিলা ও শতভাগ টিকা নিশ্চিত করতে এবার হাট-বাজারে ক্যাম্পেইন শুরু করেছে রংপুর সিটি করপোরেশন (রসিক)। নগরীর হাট-বাজারগুলোতে ব্যবসায়ী, দোকান মালিক, কর্মচারী, ক্রেতাদের সুবিধার্থে এ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর সিটি বাজার থেকে কোভিট-১৯ টিকাপ্রদান ক্যাম্পেইন শুরু হয়। এসময় সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সেকেন্দারী আলীসহ বাজারের ব্যবসায়ী, কর্মচারী ও ক্রেতাসহ বিভিন্ন পেশার মানুষ টিকা গ্রহণ করেন।

এর আগে গত জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে করোনার প্রতিষেধক টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করে আসছে রসিকের স্বাস্থ্যবিভাগ। ভ্রাম্যমাণ এই গণটিকা কার্যক্রম স্থানীয়ভাবে বেশ সাড়া ফেলেছে। অনলাইনে টিকার নিবন্ধন কিংবা খুদে বার্তার অপেক্ষায় থাকতে হয় না বলে মানুষ আগ্রহ নিয়ে টিকা নিচ্ছেন।

এদিকে হাট-বাজার কেন্দ্রিক গণটিকা প্রদান ক্যাম্পেইন প্রসঙ্গে রসিকের স্বাস্থ্য বিভাগের প্রধান ও স্যানিটারি কর্মকর্তা আব্দুল কাইয়ুম জানান, শতভাগ টিকা নিশ্চিত করার লক্ষে সিটি মেয়রের নিদের্শনায় নগরীর হাট-বাজারগুলোতে টিকাদান ক্যাম্পেইন শুরু করা হয়েছে। পর্যাক্রমে নগরীর লালবাগহাট, বুড়িরহাট, নিসবেতগঞ্জহাট, হাজিরহাট, চওড়ারহাট, ধাপ সিটি বাজার, মাহিগঞ্জ বাজার, কেন্দ্রীয় বাস টার্মিনাল বাজার, স্টেশন বাজার, সাতমাথা বাজার, সাহেবগঞ্জ বাজারসহ নগরীর ছোটবড় সব হাট-বাজারে এই ক্যাম্পেইন পরিচালনা করা হবে। এতে ব্যবসায়ী, দোকান মালিক, কর্মচারী ও ক্রেতাদের কষ্ট করে টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা নিতে হবে না।

ফরহাদুজ্জামান ফারুক/এমএএস