ফরিদপুরে একদিনে করোনায় ২ জনের মৃত্যু; শনাক্ত ৯৪
ফরিদপুরে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৪৭। একই সময়ে ২৬৭ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৯৪ জনের। শনাক্তের হার ৩৫ দশমিক ২০ শতাংশ।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। জেলায় পিসিআর ল্যাবে এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয়েছে ২৬৭ জনের। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছে ৯৪ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৫.২০ শতাংশ।
বিজ্ঞাপন
ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, গত কয়েক দিন করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী থাকলেও বর্তমানে তা কিছুটা কমে এসেছে। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪৭ জন। মোট আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৫৯ জন।
জহির হোসেন/এইচকে