ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাইসাইকেল আরোহী ওমর ফারুক (৩১)। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে মধুখালী পৌরসভার মেছড়দিয়ার মোড় এলাকায় বনমালিদিয়া গ্রামে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গোয়ালবাড়ীয়া গ্রামের আব্দুল মান্নান হওলাদারের ছেলে। তিনি বনমালিদিয়া গ্রামের মোহাম্মাদ আলীর বাড়িতে ভাড়া থাকতেন এবং স্থানীয় বয়স্কদের কোরআন শিক্ষা দিতেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল তিনটার দিকে ওমর ফারুক বাইসাইকেলে মেছড়দিয়ার মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পাড় হয়ে লিংক সড়কে যাওয়ার সময়ে মাগুরাগামী একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, পুলিশ পিকআপটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

জহির হোসেন/এইচকে