ফাইল ছবি 

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১৩টি প্রাণীর মৃত্যুর ঘটনায় এবার পার্কের বন্যপ্রাণী সুপারভাইজার সারোয়ার হোসেনকে সরিয়ে নেওয়া হয়েছে। পার্কের প্রকল্প পরিচালক, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও চিকিৎসককে বদলির পর তাকে বদলি করা হলো।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপংকর বর এ তথ্য জানান। 

পার্ক প্রতিষ্ঠার পর থেকে সারোয়ার হোসেন কোর সাফারির আফ্রিকান সাফারিতে থাকা প্রাণীগুলোর দেখভালের দায়িত্ব পালন করে আসছিলেন। তার স্থলে কোর সাফারির প্রাণীদের দেখভালের দায়িত্ব পালন করবেন ওয়াইল্ডলাইফ রেঞ্জার মোহাম্মদ হেলিম রায়হান।

এ বিষয়ে পার্কের প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম জানান, সারোয়ার হোসেনকে তার পদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এটা সরকারি চাকরির স্বাভাবিক বদলির অংশ বলে তিনি জানান। 

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১৩টি প্রাণীর মৃত্যুর ঘটনায় পার্কে কর্মরত ভারপ্রাপ্ত কর্মকর্তা ও চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ৩১ জানুয়ারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান ও চিকিৎসক ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনকে পার্কের দায়িত্ব থেকে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। এরপর ২ ফেব্রুয়ারি পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবিরকেও দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়। পরে ৭ ফেব্রুয়ারি এক আদেশে পার্কের বন্যপ্রাণী সুপারভাইজার সারোয়ার হোসেনকে তার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হলো।

শিহাব খান/আরএআর