সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা, নেতৃত্বদানে অযোগ্যতা ও অদক্ষতার অভিযোগ এনে সিরাজগঞ্জ জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবলীগ। এ ছাড়া জেলায় নতুন আহ্বায়ক কমিটির জন্য জীবন বৃত্তান্ত আহ্বান করেছে কেন্দ্রীয় যুবলীগ।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন কেন্দ্রীয় যুবলীগের দফতর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরস ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেনের সিদ্ধান্তে সিরাজগঞ্জ জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে, গত ৯ ফেব্রুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হককে দলের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া সোমবার (৭ জানুয়ারি) একই অভিযোগে সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি মতিউর রহমান মতিন ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাজুকে দলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, গত রোববার (৬ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সকালে শহরের শহীদ এম, মনসুর আলী অডিটোরিয়ামে ওই সম্মেলনের প্রথম অধবিশেন শুরু হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনকি সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত এসএম কামাল হোসন সম্মেলনে নতুন নেতা নির্বাচন বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। তার বক্তব্যের পরই দলের একাংশের নেতাকর্মীরা ক্ষুব্দ প্রতিক্রিয়া দেখিয়ে মঞ্চের সামনে হট্টগোল শুরু করে। এ সময় মঞ্চে থাকা তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রসঙ্গত, দীর্ঘ ১৩ বছর পর গত বছরের ১৫ জুন বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিরাজগঞ্জ জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে রাশেদ ইউসুফ জুয়েল ও সাধারণ সম্পাদক পদে একরামুল হক নির্বাচিত হন। সভাপতি ও সম্পাদক নির্বাচিত হলেও এখনো জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি হয়নি। 
 
শুভ কুমার ঘোষ/আরআই