ফাইল ছবি 

গত এক দিনে রাজশাহী বিভাগের আট জেলায় ২ হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষায় ৪৮১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৬৮ শতাংশ। 

এদিকে গত এক দিনে করোনায় বগুড়ায় দুইজন, রাজশাহীতে একজন এবং নওগাঁয় একজন করে মোট চারজন প্রাণ হারিয়েছেন। এর বাইরে বিভাগের বাকি পাঁচ জেলায় করোনায় প্রাণহানির খবর পাওয়া যায়নি। 

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত আলাদা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এই দুই প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, বিভাগে এ পর্যন্ত করোনা ধরা পড়েছে ১ লাখ ১৬ হাজার ৬৫৯ জনের। এর মধ্যে গত এক দিনে করোনা ধরা পড়েছে ৪৮১ জনের।

এই এক দিনে রাজশাহী জেলায় ৩২২ জনের নমুনা পরীক্ষায় ৭১ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের শতকরা হার ২২ দশমিক ০৪ শতাংশ।

চাঁপাইনবাবগঞ্জে ৭২ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৬৬ শতাংশ।

নাটোরে ২৩৪ জনের নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা ধরা পড়েছে। জেলায় করোনা শনাক্তের হার ৩১ দশমিক ১৯ শতাংশ।

নওগাঁয় ১১২ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা ধরা পড়েছে। জেলায় করোনা শনাক্তের হার ১৩ দশমিক ১৯ শতাংশ।

পাবনায় ১ হাজার ৪১৩ জনের নমুনা পরীক্ষায় ১৬২ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের শতকরা হার ১১ দশমিক ৪৬ শতাংশ।

সিরাজগঞ্জে ২৭৬ জনের নমুনা পরীক্ষায় ৮৬ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ৩১ দশমিক ১৫ শতাংশ।

বগুড়ায় ২৫৭ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ।

এছাড়াও জয়পুরহাটে ১৯৭ জনের নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ২১ শতাংশ।

এদিকে বিভাগজুড়ে এখন পর্যন্ত ১ হাজার ৭২৯ জনের প্রাণ নিয়েছে করোনা। বিভাগে সর্বোচ্চ ৭০২ জন মারা গেছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৩৩৫ জন, নাটোরে ১৭৬, চাঁপাইনবাবগঞ্জে ১৬৩, নওগাঁয় ১৪৯, সিরাজগঞ্জে ৯৭, জয়পুরহাটে ৬৭ এবং পাবনায় ৪০ জনের মৃত্যু হয়েছে এই মহামারিতে।

এ পর্যন্ত বিভাগজুড়ে করোনা জয় করেছেন ১ লাখ ৪ হাজার ২৬৭ জন। এর মধ্যে গত এক দিনে সুস্থ হয়েছেন ৮৭০ জন। এ পর্যন্ত করোনা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৯ হাজার ১৮৩ জন। গত এক দিনে হাসপাতালে এসেছেন ৩৪ জন।

বর্তমানে করোনা নিয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ২৮০ জন। গত এক দিনে কোয়ারেন্টাইন শেষ করেছেন ৪৬৪ জন। আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৯৮ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৭২ জন।

ফেরদৌস সিদ্দিকী/আরএআর