সপ্তম ধাপে সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভরাডুবি হয়েছে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর। নৌকা প্রতীকের ওই প্রার্থী আব্দুল মতিন শাহীন ১ হাজার ৭৯০ ভোট পেয়ে হয়েছেন চতুর্থ।

এই ইউনিয়ন নির্বাচনে ৮ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মো. ইন্তাজ আলী বিজয়ী হয়েছেন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিজপাট ইউনিয়নের ৯টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন অফিস থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে দেখা যায়, উপজেলার ১ নম্বর নিজপাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. ইন্তাজ আলী (মোটরসাইকেল) ৬ হাজার ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালিক পাখি (চশমা) ৪ হাজার ১২১ ভোট পেয়ে পরাজিত হন।

অন্য প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী মো. নাজিম উদ্দিন (ঘোড়া) পেয়েছেন ৩ হাজার ১৮২ ভোট। নৌকার প্রার্থী আব্দুল মতিন শাহীন (নৌকা) ১ হাজার ৭৯০ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. ইসলাম উদ্দিন (আনারস) ৩৮৩ ভোট।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা আলীম উদ্দিন (হাতপাখা) ১৬৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন লিটন (অটোরিকশা) ১৪৩ ভোট। স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মো. জসিম উদ্দিন (টেলিফোন) ৫৬ ভোট।

মাসুদ আহমদ রনি/এনএ