দুই ভোল মাছ বিক্রি হলো ২০ হাজারে
বরগুনায় সাগর থেকে ধরে আনা দুটি ভোল মাছ বিক্রি হয়েছে ২০ হাজার টাকায়। সোমবার (৭ ফ্রেব্রুয়ারি) রাতে মাছদুটি বরগুনা মাছ বাজারে বিক্রি করা হয়। সজিব হোসেন নামে এক ব্যবসায়ী সিদ্দিক মৎস্য আড়ত থেকে মাছদুটি কিনে খুচরা বিক্রি করেন।
জানা যায়, রোববার (৬ ফ্রেব্রুয়ারি) বঙ্গোপসাগরের সুন্দরবন এলাকায় কয়েকজন জেলের জালে মাছদুটি ধরা পড়ে। পরে আজ দুপুরে বরগুনা মাছ বাজারে নিয়ে আসা হয়। এ সময় নিলামের মাধ্যমে সিদ্দিক মৎস্য আড়ত কিনে নেয়। এর মধ্যে একটির ওজন ২৫ কেজি এবং অপরটির ওজন ১০ কেজি। আড়ত থেকে খুচরা ব্যবসায়ী সজীব হোসেন মাছদুটি কিনে প্রতি কেজি ৮০০ টাকা দরে বিক্রি করেন।
বিজ্ঞাপন
ক্রেতা খোকন গাজী বলেন, মাছ বাজারের পাশ থেকে যাওয়ার সময় বড় সাইজের মাছগুলো দেখতে পাই। এ মাছ সচরাচর পাওয়া যায়না, তাই বাসার জন্য এক কেজি নিয়েছি। দাম কম থাকলে আরও নিতাম।
বিক্রেতা সজিব হোসেন বলেন, বড় মাছের দিকে আমার আগ্রহ বেশি। মাছদুটি বাজারে ওঠানোর সঙ্গে সঙ্গে কিনে নিই আমি। প্রতি কেজি ৮শ টাকা দরে বিক্রি করছি। সবাই আগ্রহ নিয়ে মাছ কিনছে। এ ধরনের সামুদ্রিক মাছের ব্যপক চাহিদা রয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, এটি তেমন পাওয়া যায় না। অধিক মুনাফার লোভে ডিমওয়ালা ভোল মাছ অসাধু জেলেরা পাচার করছে।
আরআই