সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া ও সলঙ্গা আংশিক) আসনের সংসদ সদস্য তানভীর ইমামকে ও আওয়ামী লীগের গঠনতন্ত্রবিরোধী বিভিন্ন সময়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে করা মামলায় ইউনিয়ন আ.লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলের দিকে তাকে উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের কানসোনা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার হওয়া আওয়ামী লীগ নেতা আলম খান (৫০) কানসোনা গ্রামের আব্দুস সালাম খানের ছেলে। তিনি উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।

উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল ঢাকা পোস্টকে বলেন, তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগের গঠনতন্ত্র পরিপন্থী মন্তব্য ও স্থানীয় সাংসদকে কটূক্তি করে মন্তব্য করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে একটি অভিযোগ করা হয়। দীর্ঘ তদন্ত শেষে এর প্রমাণ মেলায় তিনি আটক হয়েছেন।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেসবুকে স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমামের বিরুদ্ধে কটূক্তিমূলক পোস্ট শেয়ার করেছিলেন আলম খান। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল বাদী হয়ে থানায় একটি মামলা করেন।

এ ঘটনায় বুধবার বিকেলে সলপ ইউনিয়নের কানসোনা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শুভ কুমার ঘোষ/এনএ