সাভারের আশুলিয়ার বাইপাইলে গতিরোধ করে চালককে মারধরের সময় অ্যাম্বুলেন্সের ভেতরে শিশু আফসানার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চালক ও সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিশুর বাবা আলম মিয়া বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

বুধবার (০২ ফেব্রুয়ারি) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানা উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম। এর আগে রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চালক ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলেন- টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার দোপাকান্দী গ্রামের আব্দুর রহমান খানের ছেলে হানিফ খান (৪০)। তিনি আশুলিয়ার বাইপাইলে বসবাস করে রেন্ট এ কার চালাতেন। আরেকজন টাঙ্গাইলের ভূঞাপুরের খুপিবাড়ি গ্রামের মৃত সুরুজ মন্ডলের ছেলে মো. ইমরান (২৫)। তাকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। এ মামলার প্রধান আসামি হলেন মাইক্রোবাসের চালক নজরুল ইসলাম। তদন্তের স্বার্থে বাকি আসামিদের পরিচয় গোপন রাখা হয়েছে।

আফসানা গাইবান্ধা সদর থানার মধ্যধানঘড়ার শাপলামিল এলাকার আলম মিয়ার মেয়ে। তাকে মহাখালী ক্যানসার হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে গ্রামে ফিরছিল তার বাবা।

পুলিশ জানায়, শিশু আফসানা হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা আলম মিয়া বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পরে রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসের চালকের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে বাইপাইল ত্রিমোড় এলাকায় অ্যাম্বুলেন্স আটক করে চালককে মারধর করে মাইক্রোবাসের চালক। তারা অ্যাম্বুলেন্সের চাবি নিয়ে যায় । এ সময় ছটফট করতে করতে অ্যাম্বুলেন্সের ভেতরেই মারা যায় শিশু আফসানা।

মাহিদুল মাহিদ/এসপি