শরীয়তপুরের ডামুড্যায় দিনব্যাপী ৪৯টি মাদরাসার ৩০০ শিক্ষার্থীকে নিয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার আয়োজনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টা ডামুড্যার এ সামাদ ইসলামীয়া একাডেমি চত্ত্বরে প্রতিযোগিতা শুরু হয়। সন্ধ্যায় পুরস্কার বিতরণ করা হয়। 

ঢাকা বিভাগ ২নং অঞ্চলের সভাপতি আলহাজ হাফেজ মাও শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগের ২নং অঞ্চলের সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হাসান ফায়েক।

আরোও উপস্থিত ছিলেন শরীয়তপুর ওসমানিয়া কওমী মাদরাসার প্রিন্সিপাল মাও আবু বকর, মুফতি সিব্বির আহমেদ ওসমানী, এ সামাদ ইসলামীয়া একাডেমি মাও জাফর আহমেদ, ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হক ইমরানসহ বিভিন্ন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান পরিচালনা হুফফাজুল কুরআন ফাউন্ডেশন শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল সাত্তার।

বয়স ভিত্তিক এ প্রতিযোগিতায় পাঁচটি গ্রুপে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিটি গ্রুপে ১০ জন করে শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ। 

জেলা পর্যায়ে বিজয়ীরা এ সংগঠনের অধীনে ফরিদপুরে বিভাগীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের করতে পারবে। 

প্রতিযোগিতা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাতে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

সৈয়দ মেহেদী হাসান/এমএএস