আন্তর্জাতিক বাজারনির্ভর পণ্যের দাম কমাতে পারব না
মান্ধাতা আমলে করা স্থাপনাগুলো সংস্কার ও আধুনিকায়ন করা জরুরি বলে মন্তব্য করেছেন সরকারের বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি। তিনি বলেন, কারাগারকে কেবল বন্দিশালা নয়, এটা হবে সংশোধনাগার। সরকার সেই লক্ষে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে।
রোববার (৩০ জানুয়ারি) সকালে রংপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, রমজান মাসে পণ্যের দাম যেন না বাড়ে, এটা আমরাও ভাবছি। আসন্ন রমজানকে ঘিরে বাজারে পণ্যের দাম স্বাভাবিক রাখতে কাজও চলছে। কিন্তু আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীল পণ্যের দাম আমরা কমাতে পারব না। বিদেশ থেকে আমদানি করার পরে কেনা দর ধরে আমরা একটি দাম নির্ধারণ করে দিই।
টিপু মুনশি বলেন, ভোজ্যতেল, মসুর ডাল, চিনিসহ চারটি আইটেম আমরা দেখি। আন্তর্জাতিক বাজারে যখন দাম বাড়ে তখন এর প্রভাব বাংলাদেশেও পড়ে। চালের দাম কখনো দেশে বাড়ছে আবার কমছে, এটা খাদ্য মন্ত্রণালয় বলতে পারবে। এখন পেঁয়াজের দাম এসছে কিন্তু কৃষকরা বলছে দাম না বাড়াতে। এমন সমস্যা আমাদের সবদিক থেকে আছে। দাম কমলে কৃষকের সমস্যা, বেড়ে গেলে সাধারণ মানুষের সমস্যা। তবে আমরা ব্যালেন্স করার চেষ্টা করি।
এ সময় ভোজ্যতেলের দাম বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ভোজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজারে বেড়েই চলেছে। আগামী মাসে আমরা বসব, এই দাম কতটুকু করা প্রাক্টিক্যাল ব্যবসায়ীদেরকেও দেখতে হবে। তারা যেনো লোকসান না করে। সাধারণ মানুষও যেনো সেই সুজোগ পায়। এসব নিয়ে আলোচনাও চলছে।
মন্ত্রী আরও বলেন, খোলা বাজারে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির পরিমাণ বাড়ানো হবে। রমজানে টিসিবির পণ্য বিক্রির পরিমাণও ডাবল করা হবে। মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই রমজানের নিত্যপণ্যের বাজার থাকবে। এ জন্য বাজার মনিটরিং বাড়ানো হচ্ছে।
এ সময় তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে টিপু মুনশি বলেন, তিস্তা নদীকে ঘিরে সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে। সাড়ে ৮ হাজার কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়ন হলে তিস্তাপাড় তথা রংপুর বিভাগের পর্যাপ্ত উন্নতি ঘটবে, ব্যাপক পরিবর্তন হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরাঞ্চলের উন্নয়নে বেশ আন্তরিক। আমরা তারই নির্দেশনায় কাজ করে যাচ্ছি।
এ সময় রংপুর জেলা প্রশাসক (ডিসি) আসিব আহসান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ড সভাপতি মোসাদ্দেক হোসেন বাবলুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফরহাদুজ্জামান ফারুক/আরআই