২৮ টাকার ইনজেকশন ১০০ টাকা
চুয়াডাঙ্গায় সংকটের অজুহাত দেখিয়ে ২৮ টাকার জেসোকেইন ২% ইনজেকশন (অবশ করার জন্য ব্যবহৃত) ১০০ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে এক ওষুধ ব্যবসায়ীর বিরুদ্ধে। শনিবার (২৯ জানুয়ারি) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল গেটের সামনে অবস্থিত চন্দন ফার্মেসিতে এ ঘটনা ঘটে।
ওষুধের প্যাকেটে লেখা তথ্য থেকে জানা যায়, জেসোকেইন ২% (৫০ মিলি ভায়াল) ইনজেকশনটি জেসন ফার্মাসিউটিক্যালস লিমিটেড থেকে উৎপাদিত। ইনজেকশনটির খুচরা মূল্য ২৮ টাকা ৭৪ পয়সা।
বিজ্ঞাপন
ভুক্তভোগী চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের পীরপুর গ্রামের রনি বিশ্বাসের স্ত্রী লাবণ্য শেখ বলেন, আমার ছেলের বাম হাত ভেঙে গেলে সদর হাসপাতালে নিয়ে আসি। সেখানে সরকারিভাবে জেসোকেইন ইনজেকশন সাপ্লাই না থাকায় আমাকে বাইরে থেকে কিনতে বলা হয়। আমি হাসপাতাল গেটের সামনে চন্দন ফার্মেসিতে গেলে আমার থেকে ১০০ টাকা চাওয়া হয়। এ সময় আমার কোনো মেমো দেয়নি তারা। সেখান থেকে ফিরে হাসপাতালে এসে দেখি মূল্য ২৮ টাকা ৭৪ পয়সা দেওয়া আছে। ৭২ টাকা দাম বেশি রাখার বিষয়টি আমাকে স্তম্ভিত করে দিয়েছে।
ফার্মেসি মালিক চন্দন বলেন, আমি ওই সময় দোকানে ছিলাম না। এই ইনজেকশনটি সাপ্লাই কম থাকায় অন্য মাধ্যমে বেশি মূল্য দিয়ে কিনে আনতে হয়েছে। তাই আমিও বেশি দামে বিক্রি করছি। ইনজেকশনটি যে প্রতিষ্ঠান থেকে কিনেছেন তার কোনো মেমো দেখাতে পারেননি এই ওষুধ ব্যবসায়ী।
চুয়াডাঙ্গা জেলা ওষুধ তত্ত্বাবধায়কের সহকারী পরিচালক কে এম মুহসীনিন মাহবুব বলেন, আমি ওই ফার্মেসিতে যাব এবং ভুক্তভোগীর সাথে কথা বলব। ঘটনার সত্যতা পেলে ফার্মেসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, এ বিষয়টি আমি জেনেছি। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আফজালুল হক/এইচকে