ফুলবাড়ী সীমান্তে পিস্তলসহ গুলি উদ্ধার
ফুলবাড়ী উপজলোর অনন্তপুর সীমান্তে অভিযান চালিয়ে গুলিসহ পিস্তল, ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় পলাতক আসামির নামে নাগেশ্বেরী থানায় মামলা করা হয়।
বিজিবি জানায়, বুধবার (১৬ ডিসেম্বর) রাত ২টার দিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের হাবিলদার রফিকুল ইসলামের নেতৃত্বে অনন্তপুর সীমান্তের ৯৪৭ নম্বর মেইন পিলারের ৫নং সাব পিলারের কাছে তারা অবস্থান নেয়।
বিজ্ঞাপন
এ সময় পশ্চিম রামখানা মিস্ত্রিটারী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে চিহিৃত চোরাকারবারি ফজলে রহমানের বাড়িতে অস্ত্র গোলাবারুদ ও মাদকদ্রব্য মজুদ রয়েছে বলে তিনি নিশ্চিত হন।
পরে সেখানে বিজিবির সদস্যরা তার বাড়ি ঘেরাও করে। এ সময় বিভিন্ন স্থানে তল্লাশি করে টয়লেটের ছাদের ওপর থেকে একটি বস্তা পায় বিজিবি। ওই বস্তার মধ্যে ৪ রাউন্ড গুলিসহ দেশীয় পিস্তল ও ৪৩৪ ইয়াবা এবং ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে কৌশলে বাড়ির সকলেই পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উদ্ধাকৃত অস্ত্র, মাদকগুলো কাশিপুর কোম্পানি সদরে নিয়ে আসার পর নাগেশ্বরী থানায় বাদী হয়ে মামলা করে বিজিবি।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম তৌহিদুল আলম বলেন, এ ঘটনায় পলাতক আসামির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা হয়েছে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবির মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএসআর