স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের এলাকা ছাড়তে বললেন নৌকার প্রার্থী
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের এলাকা ছাড়ার হুমকি দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম। এমন হুমকির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
শনিবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের শালংকা গ্রামে উঠানবৈঠকে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
মাইকে বক্তব্য দিতে গিয়ে নৌকার প্রার্থী শফিকুল ইসলাম বলেন, মুখে জয় বাংলা বলবেন, আর কাজ করবেন নৌকার বিরুদ্ধে। আমি লালু, ভুলু ও শাকিলকে বলে দিতে চাই- আগামীকালের পর এলাকায় থাইকেন না।
প্রচারণায় বাধার পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীর প্রচারের গাড়ির পোস্টারে প্রার্থীর মুখে নিজের নৌকা প্রতীকের স্টিকার লাগিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে ওই আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে। এমনকি ইউনিয়নের নারান্দী গ্রামেও স্বতন্ত্র প্রার্থী মুছলেহ উদ্দিনের প্রচারণায় বাধা দিচ্ছেন শফিকুল ইসলাম। কারণ নারান্দী শফিকুল ইসলামের নিজ গ্রাম।
নেতাকর্মীদের এমন হুমকির ঘটনায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ রক্ষার দাবি জানিয়েছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মুছলেহ উদ্দিন।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মুছলেহ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, শফিকুল ইসলাম আওয়ামী লীগের দলীয় প্রার্থী হওয়ায় নির্বাচনে রাজনৈতিক প্রভাব বিস্তার করছেন। আমার নির্বাচনী কাজে বাধা দিচ্ছেন। আমার পক্ষে জনগণের গণজাগরণ সৃষ্টি হয়েছে। নির্বাচনে নিশ্চিত ভরাডুবি জেনেই তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছেন।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
পাকুন্দিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াৎ হোসেন বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণের কথা রয়েছে।
এসকে রাসেল/আরআই