বগুড়ায় করতোয়া হোমিও হলের কারখানায় পুলিশের অভিযান চলছে

বগুড়ায় অ্যালকোহল পানে ১৯ জনের মৃত্যুর ঘটনায় করতোয়া হোমিও হলের কারখানায় অভিযান শুরু করেছে পুলিশ। এ সময় ১৫০০ লিটার রেক্টিফাইড স্পিরিট এবং তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদের নেতৃত্বে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টা থেকে শহরের নাটাইপাড়ায় অভিযান চলছে। অভিযানে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীরসহ সদস্যরা অংশ নিয়েছেন।

এর আগে বুধবার দুপুর একটার দিকে চেলোপাড়ায় করতোয়া হোমিও হলে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সেখান থেকে মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ৩১ রকম ওষুধ জব্দ করা হয়। এছাড়া দুপুর আড়াইটার দিকে মুন হোমিওতে অভিযান চালিয়ে ১০ লিটার অ্যালকোহল জব্দ করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, অ্যালকোহল পানে নিহতদের মধ্যে বেশ কয়েকজনের পরিবার জানিয়েছে, মৃত্যুর আগে তারা পারুল হোমিও থেকে রেক্টিফাইড স্পিরিট সংগ্রহ করেছিল। পরে জেলা পুলিশ শহরের চেলোপাড়া এলাকার করতোয়া হোমিও হলে অভিযান চালিয়ে বেশ কিছু রাসায়নিক জব্দ করেছে।

এদিকে, অ্যালকোহল পানে মৃত্যুর ঘটনার পর বুধবার শহরের বেশ কয়েকটি হোমিও হলে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনও। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিমুজ্জামান এবং পাপিয়া সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ রাখায় মুন হোমিও হলকে দুই লাখ এবং মাহী হোমিও হলকে দেড় লাখ টাকা অর্থদণ্ড করেন তারা। 

সাখাওয়াত হোসেন জনি/এসপি