গ্রাহকের ত্রিশ লাখ টাকা যেভাবে আত্মসাৎ করলেন রকেট এজেন্ট
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিদ্যুৎ বিল ও গ্রাহকের মাসিক সঞ্চয় প্রকল্পের (ডিপিএস) ত্রিশ লাখ টাকা আত্মসাতের মামলায় ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা 'রকেট' এর এক এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার করা ওই এজেন্টের নাম মোহাম্মদ আলী(৩৯)। তিনি আলফাডাঙ্গা উপজলার বানা ইউনিয়নর টানারচর গ্রামর মৃত আব্দুল জব্বার আলীর ছেলে।
বিজ্ঞাপন
গত শনিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে যশোরের চৌগাছা উপজেলার ইছাপুর দাওনপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় রোববার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আলফাডাঙ্গা থানা চত্ত্বরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান আলফাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান।
ওসি মো. ওয়াহিদুজ্জামান জানান, আলফাডাঙ্গা সাব-জোনাল অফিসের আওতাধীন পাঁচুড়িয়া ইউনিয়নের বেড়িরহাট বাজারে রকেটের এজেন্ট ছিলেন মোহাম্মদ আলী। সেই সুবাদে ২০২১ সালের পহেলা ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত ছয় মাস ওই এলাকার বাসিন্দাদের বিদ্যুৎ বিলসহ বিভিন্ন প্রকার বিল গ্রহণ করেন। এসব বিল গ্রহণ করে ভুয়া রিসিট প্রদান করে আসছিলেন তিনি।
এছাড়াও ওই একই সময়কালে গ্রাহকের মাসিক সঞ্চয় প্রকল্পের (ডিপিএস) টাকাসহ মোট ত্রিশ লাখ টাকা তিনি আত্মসাৎ করেন।
গত ২৫ নভেম্বর এ মামলাটি হয় আলফাডাঙ্গা থানায়। এ মামলার বাদী ফরিদপুর পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) তুহিন রহমান।
আলফাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, রোববার বিকেলে মোহাম্মদ আলীর ১০ দিনের রিমান্ড আবেদন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
জহির হোসেন/এমএএস