কক্সবাজারে র্যাবের জালে ভুয়া চিকিৎসক আটক
কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. ঈসমাইল নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে র্যাব। শনিবার (২২ জানুয়ারি) দুপুর ২টায় ভুয়া চিকিৎসকের চেম্বারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় ৬টি ডিজিটাল সিল, ৬০ পাতা প্রেসক্রিপশন, ২৪টি ছোট শিশিতে রাখা দন্ত চিকিৎসার উপাদান এবং ৩৪টি বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী।
তিনি জানান, কোটবাজার জমজম মার্কেটের দ্বিতীয় তলায় ‘দন্ত চিকিৎসা কেন্দ্র’ নামে একটি চেম্বার খুলে চিকিৎসা করে আসছিলেন মো. ঈসমাইল নামে ওই ব্যক্তি। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে আটক ওই ভুয়া চিকিৎসককে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আরআই