সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ছেলের মৃত্যুর তিন ঘণ্টা পর বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে। একসঙ্গে বাবা ও ছেলের জানাজা শেষে বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার শাহাজালাল উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মেহাম্মদ তৈয়ব মিয়া কামালী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল গ্রামের মোহাম্মদ সয়ফুল্লাহ (৮০) ও তার ছেলে আলী আহমদ (৫৫)। বুধবার (১৯ জানুয়ারি) বেলা ২টার দিকে 

পারিবারিক সূত্রে জানা যায়, বাবা ও ছেলে দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছিলেন। গতকাল মঙ্গলবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ছেলে আলী আহমদ নিজ বাড়িতে মারা যান। ছেলের মৃত্যুর খবর শুনে ভোর ৫টার দিকে বাবা মোহাম্মদ সয়ফুল্লাহ মারা যান।

সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহাম্মদ তৈয়ব মিয়া কামালী বলেন, বাবা-ছেলে দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছিলেন। মঙ্গলবার রাতে প্রথমে ছেলের মৃত্যু হয়। পরে তিন ঘণ্টা পর বাবারও মৃত্যু হয়।

সাইদুর রহমান আসাদ/আরএআর