এবার শতাধিক মারমা নেতার বিএনপিতে যোগদান
চাকমা সম্প্রদায়ের পর এবার মারমা জনগোষ্ঠীর মংসাইপ্রু চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন শতাধিক মারমা নেতা। রোববার (৯ জানুয়ারি) সন্ধ্যায় জেলা সদরের গোলাবাড়ি এলাকায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসংস্থানবিষয়ক সহসম্পাদক ও খাগড়াছড়ি জেলার সভাপতি সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া। এ সময় তার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আনুষ্ঠানিক যোগদান করেন মারমা নেতারা।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্য সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া বলেন, আজ শুধু গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াই বন্দি নন, সারা দেশ এক অদৃশ্য কারাগারে রূপ নিয়েছে। দেশের মানুষও অগণতান্ত্রিক আওয়ামী সরকারের জিম্মিদশা থেকে মুক্তি চায়। পাহাড়-সমতলের মানুষ অসাম্প্রদায়িক শক্তি, মুক্তিযুদ্ধের শক্তি বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হচ্ছে।
গণতন্ত্র উদ্ধার ও দেশমাতার মুক্তির দাবিতে পাহাড়ি-বাঙালি জনতার সম্মিলিত আন্দোলন সফল হবে ইনশা আল্লাহ।
যোগদানকারীদের পক্ষে মংসাইপ্রু চৌধুরী বলেন, বিএনপির নেতৃত্বে সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে বিপুল উন্নয়ন সাধিত করেছেন। তিনি একজন অসাম্প্রদায়িক নেতা। তার নেতৃত্বে আমরা বিএনপির রাজনীতিতে অংশ নিতে পেরে গর্ববোধ করছি।
আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপির অন্যতম সহসভাপতি মংসুইথোয়াই চৌধুরীর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ক্ষেত্র মোহন ত্রিপুরা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে আব্দুর রব রাজা, ক্ষনি রঞ্জন ত্রিপুরা ও আবু তালেব, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহেদুল আলম প্রমুখ।
মো. জাফর সবুজ/এনএ