আগে উপোস থাকতে হতো, এখন তিন বেলা ভাত খেতে পারি
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশ সাধারণ কোনো দেশ নয়। কম দেশই আছে, দেশের জন্য মানুষ জীবন দিয়েছে। গত ১২ বছরে বাংলাদেশের বিশাল পরিবর্তন হয়েছে। আগে আমাদের উপোস সময় কাটতো। এখন তিন বেলা ভাত খেতে পারি।
রোববার (৯ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে। তাকে হত্যা করলে দেশ শোষকদের হাতে চলে যাবে। আমাদের প্রয়োজন শেখ হাসিনার শক্তি।
মেধাবী শিক্ষার্থীদের মাঝে আশুতোষ স্মারক শিক্ষাবৃত্তি প্রদান উপলক্ষে ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশিষ চক্রবর্তী।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য আব্দুস ছাত্তার ভূঁইয়া, সংরক্ষিত নারী সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুল, সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিছুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সরাইল ও আশুগঞ্জ উপজেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ৭৫ জন শিক্ষার্থীকে মেধা তালিকার ভিত্তিতে শিক্ষাবৃত্তি হিসেবে প্রত্যেককে নগদ তিন হাজার টাকা, ক্রেস্ট, মেডেল ও সনদপত্র এবং উপহার সামগ্রী দেওয়া হয়।
আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের একটি সামাজিক উদ্যোগ। গত ৯ বছর ধরে এ শিক্ষাবৃত্তি দিচ্ছে প্রতিষ্ঠানটি।
আজিজুল সঞ্চয়/আরএআর