টাঙ্গাইলের মির্জাপুরে বাস ও মিনি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (০৭ জানুয়া‌রি) দুপুরে উপজেলার গোড়াই-স‌খিপুর আঞ্চ‌লিক সড়‌কের বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাশতৈল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সেলিম হোসেন জানান, সখিপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক ও ডেলিভারি ম্যান নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা  হয়েছে। তবে হতাহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

অভিজিৎ ঘোষ/এসপি