সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে নৌকার বিজয়ী প্রার্থীর বিজয় মিছিলে ‘বিদ্রোহী’ প্রার্থীর গুলিতে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় রাসেল হোসেন নামের এক যুবকের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে গদাইপুর ব্রিজ- সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন রাসেল হোসেন (২৪), হাফিজুর রহমান (৪৫), অদুদ সরদার (৫০), নুরবক্স সরদার (৫৫), আসলাম কাদির (৪০), ফিরোজ হোসেন (৩৫), সাজিদ (১৪), শহিদ সরদার (৪৫), আসাদুল ইসলাম (৫০), ইমান হোসেন (২৫)। আহতরা খাজরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা রাকিব হোসনে জানান, ৫ জানুয়ারির নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম বিজয়ী হয়েছেন। সকালের দিকে সকলে একত্রে মিলে মিছিল করছিলাম।

এমন সময় চেয়ারম্যানকে লক্ষ করে নৌকার বিদ্রোহী পরাজিত প্রার্থী অহিদুল ইসলামের কর্মী-সমর্থকরা মিছিলে গুলি ছোড়ে। এ সময় চেয়ারম্যানকে আমরা ধাক্কা মেরে মাটিয়ে ফেলে দেই। ছোড়া গুলিতে মিছিলে থাকা লোকজন আহত হয় বলে জানান তিনি।

খাজরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুস সাত্তার জানান, নির্বাচনে হেরে গুলি করে এলাকাবাসীকে মেরে ফেলছে অহিদুল ইসলাম। আমরা কীভাবে বসবাস করব?

এ ঘটনায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আকরামুল ইসলাম/এমএসআর